Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নরলি বিল
বিস্তারিত

নরলি বিল অত্র শিবপুর  ইউনিয়নের সবচেয়ে বড় বিল। এটি শিবপুর ্ও মহিমাগঞ্জ উভয় ইউনিয়নের মাঝে অবস্থিত। বিলটির জমির পরিমান প্রায়- ১৭০০  একর । যাহার দাগ নং- ৩৩০৪/৩৩০৫। জমিটির মুল মালিক ছিলেন জোদ্দার জোগেশ চন্দ্র বিশ্বাস।  এই বিলটি বন্যা কবলিত এলাকায় হ্ওয়ায় শুধু মাত্র ইরি মৌসুমে ফসল ফলানো যায়। বর্ষা মৌসুমে এবং বন্যার সময়  নরলি বিল সাগরের মতো রুপ ধারন করে। ২০২২-২০২৩ অর্থ বছরের সরকারি প্রনোদনায় স্থানীয় কৃষি বিভাগের মাধ্যমে বিনামূল্যে সার ্ও সরিষা বীজ বিতরন করা হলে নরলি বিলের ১০০০ একর জমিতে সরিষা চাষ করেন স্থানীয় কৃষকরা। স্বাধীনতার পর সর্বপ্রথম এত  পরিমান সরিষার চাষ পূর্বে কখনো করা হয়নি।